জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্সে ঈদ অফার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:২৮ পিএম, ০৩ মার্চ ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে চুক্তি করেছে গ্রামীণফোন। দেশজুড়ে এপেক্সের ৩০০ আউটলেটে এই সুবিধা পাবেন গ্রাহকরা। লয়ালটি প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। টেলিযোগাযোগ সেবার বাইরে গ্রাহকদের অনন্য সুবিধা প্রদানের এই পদক্ষেপটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি ও এপেক্স ফুটওয়্যারের হেড অব মার্কেটিং রায়হান কবির সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে সই করেন। রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে (www.apex4u.com) কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩০০ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। মাসব্যাপী অফারটি শুরু হয়েছে গত ১ মার্চ থেকে এবং প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি পাবেন। অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএসের মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।
মুনিয়া গনি বলেন, ‘জিপিস্টার গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো সমৃদ্ধ করতে এপেক্সের সাথে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস; যা তাদের জন্য কার্যকর ও মানসম্মত সুবিধা নিশ্চিত করবে। আশা করি, এই পার্টনারশিপের মাধ্যমে আকর্ষণীয় অফার পাবেন গ্রাহকরা।’
মো. রায়হান কবির বলেন, ‘গ্রামীণফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। এর ফলে এপেক্সে তাদের কেনাকাটা আরো আনন্দময় হয়ে উঠবে।’
প্রিমিয়াম গ্রাহকদের সব সময় মূল্যায়ন করে গ্রামীণফোন। তাদের সুবিধার জন্যই এই পার্টনারশিপ; যাতে ঈদ উপলক্ষে তাদের কেনাকাটা হয়ে উঠে আরো আকর্ষণীয় ও উপভোগ্য।