অফিসে আসতে দেরি, কর্মীদের বেত্রাঘাত এমডির


March 2025/Betragat.jpg

অফিসে দেরি করে আসায় এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তার কর্মীদের বেত্রাঘাত করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

তবে ঘটনাটি কোথায় ঘটেছে, সেটি বোঝা না গেলেও, বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানটির এমডি কর্মীদের লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে বেত্রাঘাত করছেন, আর আশপাশে থাকা অন্য কর্মীরা সে দৃশ্য চুপচাপ দেখছেন। এ সময় কাউকে ‘অফিসে ঝগড়া করো?’ বলে পেটাচ্ছেন, আবার কাউকে দেরিতে আসায় ‘টাইম লস্ট, এভরিথিং ইজ লস্ট’ বলে পেটাচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

অনেকেই এটিকে শ্রম আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বিষয়টির খোঁজ নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যার খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্রম অধিকার সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং তারা এ ধরনের আচরণকে অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×