সাস্ট স্ট্যাটিস্টিক্স এসোসিয়েশন ঢাকা’র নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৫৪ এম, ১৭ মার্চ ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট স্ট্যাটিস্টিক্স এসোসিয়েশন ঢাকা’র নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাফেট এম্পায়ার রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে এনসিসি ব্যাংকের সি. আর. এম ও ইভিপি আহসান তারিক তপুকে পুনরায় সভাপতি, বি. আই. ডব্লিউ. টি. এ-এর উপপরিচালক নুর হোসেন স্বপনকে সাধারণ সম্পাদক এবং এনআরবি সি ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনাল হেড ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন এবং আগামীর পরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ইফতার ও বাফেট ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।