ছদ্মবেশী জঙ্গিগোষ্ঠি মিছিলে অনুপ্রবেশ করে গুলি করেছে: ওবায়দুল কাদের


News Defalt/obaydul-kader.jpg

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন দেখতে দিয়ে শিশুদের মৃত্যুর বিষয়টি রহস্যময়। এই রহস্য উন্মচন করা দরকার। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মিছিল ছদ্মবেশে জঙ্গিগোষ্ঠী অনুপ্রবেশ করে পরিকল্পিত ভাবে খুব কাছ থেকে গুলি করেছে। সাম্প্রতিক ঘটনা ও সহিংসতার সাথে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটা পড়ার সম্ভাবনার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটা নেই। নারকীয় যে তান্ডব, এটার সাথে জনপ্রিয়তার ইস্যু বা কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত শিবিরের নারকীয় তান্ডব বেরিয়ে এসেছে। এসময় সহিংসতার ঘটনায় নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলেও সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি।

এদিকে জঙ্গিগোষ্ঠির লক্ষ্য ছিল গণভবন উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু এজন্য কারফিউ জারি হয় নি। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×