রাজধানীতে শীতের তীব্রতা কখন বাড়বে, যা জানাল আবহাওয়া অধিদপ্তর


News Defalt/winter sss.jpg

পুরো দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসাথে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমার সাথে সাথে কুয়াশা আরো বাড়তে পারে। 

Your Image

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানান, ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীতের তীব্রতা বাড়তে পারে। এর পূর্ব পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে। ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।

এ দিকে, রোববার (১৭ নভেম্বর) সকাল ছয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আর বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে পুরো দেশে জেঁকে বসবে শীত।

ঢাকায় শীতের সম্ভাব্য সময়সীমার ব্যাপারে শাহনাজ পারভিন বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠান্ডা অনুভূত হবে ও দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে।’

আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×