হাজারীবাগে সাড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৯


News Defalt/gaja hjaribag.jpg

রাজধানীর হাজারীবাগে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত হাজারীবাগের গনকটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো, বকুল মিয়া (৩৪), মোছা. লিলি আক্তার (২০), শান্তা আক্তার (২২), জাকির হোসেন (৩৩), শাবানা আক্তার (৪৫), পারভীন আক্তার (৪৫), মো. মোস্তফা (৪০), আন্নি আক্তার (৩৫) ও মো. কিরন মিয়া (৬০)।

যৌথ বাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশের হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচর থানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্টো (দক্ষিণ) কার্যালয়ের লালবাগ ও সূত্রাপুর সার্কেল অংশগ্রহণ করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বাদী হয়ে হাজারীবাগ থানায় মাদ্রকদ্রব্য আইনে ৫টি মামলা করেছে ডিএনসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মাঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারই অংশ হিসেবে এবার যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা পুরান ঢাকার হাজারীবাগের গনকটুলী এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছি। সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করেছি। যৌথ বাহিনীর সহযোগিতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×