মোহাম্মদপুরে সাংবাদিককে মারধর করে ছিনতাই, গ্রেপ্তার তিন


News Defalt/mojamdpur jj.jpg

রাজধানীর মোহাম্মদপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমানকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), মো. শিহাব (২২) ও মো. মানিক (২০)।

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্সসহ নাইকন ডি-৮৫০ ক্যামেরা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তিনি জানান, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমান গত ১৩ নভেম্বর অফিসের কাজ শেষে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে অবস্থিত তার ভাইয়ের বাসায় আসেন। কাজ শেষে পায়ে হেঁটে মোহাম্মদপুর থানার বসিলায় অবস্থিত বড় ভাইয়ের বাসার উদ্দেশে রওয়ানা করেন। রাত আনুমানিক সাড়ে ৯টায় মোহাম্মদপুর থানার বসিলা রোডের সুজুকি বাইক সেন্টার সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে।

ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নাঈমুরের কাছ থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, ক্যামেরার চার্জার, ব্যাটারি, মেমোরি কার্ডসহ একটি নাইকন ডি-৮৫০ ক্যামেরা, নাইকন ২৪-১২০ এমএম ক্যামেরার লেন্স, ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় নাঈমুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় গত ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় মোহাম্মদপুরের গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, এই ঘটনায় জড়িত এজাহারভুক্ত অপর পলাতক আসামি আশরাদুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×