৫ ঘন্টা পর সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু


November 16/titumir govt. College .jpg

সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে সাড়ে চার ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকায় যান চলাচল শুরু হলো।
 
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।  

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।  

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীতে রেললাইন, সড়ক ও মহাখালী ফ্লাইওভার অবরোধ করে রাখেন।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×