‘উই আর অলরেডি শহীদ’ কেন লিখলেন হাসনাত?


2024-Novemer 18/Hasnat.jpg
হাসনাত আব্দুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
 
ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত লিখেছেন, #StopPoliticalConspiracy, #WeAreAlreadySaheed।
 
এ বার্তার মাধ্যমে তিনি আন্দোলনকারীদের সকলকে শহীদ বলেও উল্লেখ করেন।
 
এর পূর্বে তিনি অপর পোস্টে ১৮ জুলাই কোন এক রাজনৈতিক দলের নেতার কথোপকথনও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‌‘১৮ই জুলাইয়ের একটি কথোপকথন: ‘ভাই, আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান।’ উত্তরে হিসেবে তিনি লিখেছেন, ‘আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না।’
  
এ দিকে, অপর এক পোস্টে আন্দোলনকারীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে দিল্লিকে কিবলা বানিয়ে কোন একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হাসনাত।
 
পোস্টে তিনি লিখেছেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোন দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×