ঢাকা সিটিতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশার বন্ধের নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সাথে এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেছেন আদালত।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ। কিন্তু, সম্প্রতি রাজধানীজুড়ে এগুলোর চলাচল ব্যাপক বেড়েছে। পূর্বে এগুলো বিভিন্ন অলিগলিতে চলাচল করলেও এখন মূল সড়কে উঠে আসছে। এতে সড়ক দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কয়েক বার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালালেও তেমন লাভ হয়নি