দায়িত্ব নিলেন ডিএমপি নয়া কমিশনার সাজ্জাত আলী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপির হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্বভার নেন নতুন নিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এর পূর্বে, নতুন নিযুক্ত পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপির হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসান। এ সময় ডিএমপির সুসজ্জিত চৌকস দল নতুন নিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার দেয়।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে নতুন নিযুক্ত পুলিশ কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মো. মাইনুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ নেন।
সৎ, দক্ষ, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে সুনাম অর্জনকারী শেখ মো. সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন। তার বাবার নাম শেখ ওয়েজেদ আলী ও মাতার নাম নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।