রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিতে হবে


2024-Novemer 18/Amir Khasru Rohingga.png
আমির খসরু মাহমুদ চৌধুরী

রোহিঙ্গা সংকট জটিল আকার ধারণ করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তাদেরকে ফেরত পাঠাতে দেশটির সরকারের পাশাপাশি সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’

শনিবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকার ইস্কাটনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে আমির খসরু আরো বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই টেকসই সমাধান। তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা সবচেয়ে বড় ভুল।’

বহুপাক্ষিক কূটনীতি ও দেশে গণতন্ত্র নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সব রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন। সত্যিকার অর্থে ঐক্য গড়ে তুলতে না পারলে এই সংকট সমাধান সম্ভব নয়।’

এ নিয়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘মিয়ানমারে আন্ত:ধর্মীয় ও জাতীয় সংকট তৈরি হচ্ছে। ২০১৭ সালে ১৫০ জন করে ফেরত পাঠানোর একটি চুক্তি হয়। এটি হাস্যকর। এই চুক্তি অনুযায়ী কোন নতুন শিশু জন্ম না নিলেও তাদের ফেরত পাঠাতে ৫০ বছর লাগবে। তাই, এই চুক্তি রিভিউ করতে হবে।’

জামায়াতের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান আজাদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×