উত্তরায় সাড়ে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৪৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

বিশেষ অভিযানে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ সরোয়ার কামাল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা-পূর্ব থানা পুলিশ।
শনিবার বিকেলে আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উত্তরায় আব্দুল্লাহপুরে উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকেল পৌনে ছয়টার দিকে সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।