নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনই বলতে চান না নতুন সিইসি


2024-Novemer 18/Nasir Uddin Who.jpg
এএমএম নাসির উদ্দীন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হতে পারে, তা নিয়ে নির্দিষ্ট তারিখ বলতে চান না নতুন গঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বুঝেশুনে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি। 

Your Image

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন সিইসি। তিনি বলেন, ‘সকলের সহযোগিতা নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, ভোটের জন্য মানুষ বহু সংগ্রাম করেছে।’

নাসির উদ্দীন আরো বলেন, ‘আমাদের নিয়ত সহি। দিনক্ষণ দিয়ে নির্বাচনের তারিখ বলা যাবে না। দায়িত্ব, সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি, এটাও উতরাতে পারব।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে সুযোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হোক। তারপর সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত।’

সিইসি বলেন, ‘শপথের সম্মান রাখতে চাই। ‘ফ্রি ফেয়ার ক্রেডিবল’ নির্বাচন দেব।’ 

এর পূর্বে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে সিইসি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর পর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×