অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না


December 2024/Jahangir Alam Home Adv.jpg
জাহাঙ্গীর আলম চৌধুরী

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোন বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এটি হঠাৎ কোন সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন, সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে, তারা কত দিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন।’

সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই বরদাশত করা হবে না।’
 
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে।’
  
এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোন ধরনের আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়া, থার্টি ফার্স্ট নাইটে ইয়াং জেনারেশন একটু পানি টানি খায়, প্রকাশ্যে ওইটা করা যাবে না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×