ফেসবুক পেজ খুলে দুই ট্রাভেল এজেন্সির প্রতারণা, ব্যবস্থা নিতে চিঠি


December 2024/Akbar Haj.png

লাইসেন্সবিহীন দুইটি ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। 

রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-২শাখা হতে আকবর হজ গ্রুপ বাংলাদেশ ও আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে এই দুইটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে, ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ ও আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোন গ্রুপ গঠনের সুযোগ নেই।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘২০২৫ সালের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও আকবর হজ গ্রুপ বাংলাদেশ ও আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল অবৈধভাবে গ্রুপ খুলে পাঁচ লাখ তিন হাজার টাকায় হারাম শরীফ হতে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। এমনকি ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক ওবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সাথে প্রতারণা করছে। নিবন্ধনের জন্য সারা দেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।’ 

এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। অন্যথায়, হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×