তেজগাঁওয়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে আটকের প্রতিবাদে ঢাকা উত্তর সিটির তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে গুরুত্বপূর্ণ এ সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকদের দাবি, মনিরকে মুক্তি না দিলে শিল্পাঞ্চল থানা ঘেরাও করবেন তারা।
বিক্ষুব্ধ এক পরিবহন শ্রমিক বলেন, ‘ট্র্যাফিক সার্জেন্টরা বিভিন্ন সময় আমাদের মামলা দিয়ে হয়রানি করেন। এর প্রতিবাদ করেছিলেন মনির। গত ৫ আগস্টের আগে তার নামে একটি মিথ্যা মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতাকে ছেড়ে দিলেই আমরা রাস্তা ছেড়ে দেব।’
শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।