পরিবহন খাতের মাফিয়াদের বিরুদ্ধেও লড়াই চলবে : নুর


December 2024/Nur.jpg

পরিবহন খাতে নয়া মাফিয়ারা দখল করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার সাথে তার দোসররা পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে। বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, একই ভাবে পরিবহন খাতের মাফিয়াদের বিরুদ্ধেও লড়াই চলবে।’

Your Image

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ পরিবহন সংস্কার জাতীয় কমিটি এ সভার আয়োজন করে।  

সভায় নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবহন খাত নতুন মাফিয়ারা দখল করেছে। টিআইবি এই বছর শুরুতে একটা রিপোর্টে বলছিল প্রতি বছর পরিবহন খ্যাত থেকে এক হাজার ৬০ কোটি টাকা চাঁদা তোলা হয়। সেই চাঁদার ভাগ গণভবনের নেতা থেকে ফুটপাতের নেতারাও পায়। ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে কোন চাঁদাবাজি চলবে না। আমাদের অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ মাফিয়ারা কোন দলের না, তারা সুবিধাভোগীরা। পরিবহন মালিক সমিতিতে যেন প্রকৃত মালিকরা নেতৃত্বে থাকে, সেজন্য নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে, একই সাথে কোন দুর্বৃত্ত যেন নেতৃত্বে আসতে না পারে, সে দিকে খেয়াল রাখতে হবে।’

ঢাকার যানজটের ভোগান্তি তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকাকে যানজট মুক্ত করার জন্য কত পরিকল্পনা করা হল। কিন্তু, বাস্তবে কিছুই হল না। প্রতিদিন জ্যামে মানুষের মূল্যবার সময় নষ্ট হচ্ছে, যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন। পরিবহন খ্যাতে শৃঙ্খলা ফেরাতে অর্ন্তবর্তী সরকার শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা বার বার বলছি, শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, তাই সব কিছুই শৃঙ্খলা ফেরাতে হবে।’ 

নূর আরো বলেন, ‘সয়াবিন তেলের দাম এক লাফে আট টাকা বাড়িয়েছে, তেল সিন্ডিকেটরা পরিকল্পিত সয়াবিন তেলের সংকট তৈরি করে ছিল। সরকার সিন্ডিকেটের কাছে যদি জিম্মি হয়, তাহলে সামনে আরো সিন্ডিকেট তৈরি হবে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দাম বাড়িয়েছে, সরকার উচিত তেল আমদানি কম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, পরিবহন মালিক সমিতির সোহরাব হোসেন, সাজ্জাদ চৌধুরী শিহাব, মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী, ফারুক মোল্লা, তোফাজ্জল হোসেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×