বিজয় দিবস নিয়ে মোদির বক্তব্যের প্রতিবাদ আসিফ নজরুলের


December 2024/Asif Modi.jpg

বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
 
পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’
 
এ পোস্টে বিভিন্নজন প্রতিক্রিয়া দিচ্ছেন। মন্তব্য বাক্সে একজন লিখেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত নয়। বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।’
  
এর আগে বিজয় দিবস নিয়ে নিজের ফেসবুকে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’
  
মোদির দাবি, ‘তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে ও গৌরব এনে দিয়েছে।’
 
ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×