মিরপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার


December 2024/Chadabazi.jpg

ঢাকার মিরপুরের রুপনগরে একটি রিকশার গ্যারেজে চাঁদাবাজির অভিযোগে শামীম আহম্মেদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Your Image

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রুপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের একটি রিকশার গ্যারেজের দারোয়ান আব্দুল জলিলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে আহত করেন তারা।

এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) রুপনগর থানায় শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন জলিল। মামলার আসামিরা হলেন শামীম আহম্মেদ, রাজিব, শিপন, লিটন গাজী, শফি মাস্টার (তিতাস গ্যাস) ও অজ্ঞাত ২-৩ জন। শামীম আহম্মেদ রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

অভিযোগে জানা গেছে, আব্দুল জলিল রুপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের এনামুলের রিকশার গ্যারেজের দারোয়ান। শুক্রবার রাতে মামলার আসামিরা এনামুলের রিকশার গ্যারেজে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় জলিল তাদেরকে গ্যারেজের মালিকের সাথে যোগাযোগ করতে বলেন। জলিলের কথায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তারা গ্যারেজের সিসি ক্যামরা ভাঙচুরসহ চাঁদার দাবিতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল বলেন, ‘শুক্রবার চাঁদাবাজির ঘটনায় শামীম আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×