সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করায় সচিবালয়ের সামনে বিক্ষোভ


December 2024/Journalist.jpg

বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার (অ্যাক্রিডিটেশন কার্ড) বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি বিপ্লবী পরিবার। 

শনিবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ের সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার তার দুই শিশুকে নিয়ে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে প্রতিবাদী বক্তব্য দেন।

তিনি সচিবালয়ে সাংবাদিকদের কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। আগুন কারা কী কারণে দিয়েছে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে প্রকৃত সত্য উদঘাটনের দাবিও জানান আবু তৈয়ব হাবিলদার। প্রকৃত সত্য উদঘাটনের বদলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেন ঢাবির সাবেক এই ছাত্রনেতা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটার এক্সেস কন্ট্রোল সিস্টেম) ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হল।’

এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×