অবশেষে অস্থায়ী পাসে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা


December 2024/Secretariat.jpg

ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে অস্থায়ী পাসে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান তারা।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সোমবার সকাল থেকে সচিবালয়ে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
 
তারও আগে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন।
  
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেয়া হয়। কিন্তু, তারপরও পেশাগত কাজে সচিবালয়ে ঢুকতে পারছিলেন না সাংবাদিকরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×