৪৩তম বিসিএস: বাদ পড়া প্রার্থীরা আবেদন দিলেন সচিবের কাছে


December 2024/43-2.jpg

৪৩তম বিসিএসে এক বার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিয়েছেন।

এর আগে বুধবার (১ জানুয়ারি) সকালে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। পরে তাদের চারজন দুপুর আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।

বুধবার বিকাল চারটার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত সোমবার (৩০ ডিসেম্বর) গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে ৪৩তম বিসিএসের গেজেটভুক্তদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় দফার যাচাই-বাচাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। এরাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×