বাহাদুর শাহ পরিবহনের ৯ বাস আটকে রেখেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা


Jan 2025/Bahadur Bus.jpg

ঢাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার জেরে পরিবহনটির নয়টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম মো. আতিক। তিনি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর থেকে ঢাকা কলেজের পার্শ্ববর্তী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলিতে নিয়ে এসব বাস আটকে রাখেন কলেজটির শিক্ষার্থীরা।

জানা যায়, গত শুক্রবার (৩ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭ নম্বরের একটি বাস আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষার্থী পায়ে ও শরীরে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার জেরে এই বাসগুলো নিয়ে এসে আটকে রাখেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সালমান বলেন, ‘আমাদের সহপাঠীকে এই বাস গুরুতর আহত করেছে। অথচ মালিকপক্ষ থেকে কোন ধরনের সহায়তাই করেনি। এসব বাসের অধিকাংশের ফিটনেস নেই। এ জন্য সাধারণ শিক্ষার্থীরা এসব বাস আটকে রেখেছে। আমরা চাই, কেউ যেন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি না চালায়।’

তবে বিষয়টি সমাধানের জন্য পরিবহনটির মালিকপক্ষ ও শিক্ষার্থীরা আলোচনায় বসেছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন।

তিনি বলেন, ‘ঘটনা অন্য জায়গায় ঘটেছে। যার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই গাড়িগুলো এখানে নিয়ে এসেছে। তবে বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষ এখন মিটিংয়ে বসেছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×