অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট


Jan 2025/Court High.jpg

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করেন।

পর্যবেক্ষণে আদালত বলেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে ও বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ সরকার নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। এ ছাড়া, আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে। সুতরাং, এ নিয়ে বিতর্কিত কোন প্রশ্ন তোলার সুযোগ নেই।’

এ দিকে, রিটকারী আইনজীবী মহসীন রশিদ জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি।

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট করেন মহসীন রশিদ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×