সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির গ্রেফতার


November 16/Arrest_20250117_221818939.jpg

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মনির হোসেন হাওলাদার (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। সাবেক সিটি মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর ও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থদাতা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ওয়ারীর লারিমিনি স্ট্রিট এলাকায় ওয়ারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

গ্রেফতারকৃত মনির হোসেন নিউমার্কেট থানার চাঁদনীচক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মনির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়েরকৃত একটি মামলার আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী  আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মামলার এ ঘটনায় গ্রেফতারকৃত মনির হোসেন হাওলাদারের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×