চলছে বিশেষ অভিযান, মোহাম্মদপুরেই গ্রেফতার ১৮
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০০ পিএম, ৩০ জানুয়ারী ২০২৫

ঢাকায় চলছে বিশেষ অভিজান। ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানার একটি দল বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালায় পুলিশ। এতে শাহিন ইসলাম (২২), সোহান মিয়া (১৯), শুকরান ইসলাম (২৮), সোহেল (৪৪), রাব্বি হোসেন (২০), রাশেদ খান (১৯), মো. জীবন (২৪), বিজয় ইসলাম (২১), স্বপন মিয়া (২০), বিল্লাল হোসেন (৩০), মো. মুন্না (২০), সাগর (১৯), রবিন (১৮), মেহেদী হাসান রায়হান (২৪), মোহাম্মদ আলী আকবর (২৭), মনোয়ার রহমান (২৫), শামীম (২০) ও আরাফাত (১৮) গ্রেপ্তার হন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।