সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

যৌথ বাহিনীর হাতে কুমিল্লার যুবদলের নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ তুলে বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক ছাত্র জোট।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
পরে রাজুর সামনে একই দাবি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে গণতান্ত্রিক ছাত্র জোট।
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রফিকুজ্জামান ফরিদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যেভাবে বন্দুক যুদ্ধের গল্প সাজিয়ে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড রচনা করত, কুমিল্লার ঘটনা সেই ফ্যাসিস্টদের কথা স্মরণ করিয়ে দেয়।’
ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
একইসঙ্গে অন্তর্বর্তী সরকার পেছনে কলকাঠি কারা নাড়ানো হচ্ছে উল্লেখ করে সেটিকে ‘ইনভিসিবল সরকার’ বলে অভিযোগ করেন ফরিদ।
বিক্ষোভ সমাবেশ থেকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
এমন চলতে থাকলে বর্তমান সরকারের বিরুদ্ধেও ছাত্র জনতা মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।