ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা প্রস্তুত হবে : সৈয়দা রিজওয়ানা হাসান


5Feb 2025 (Naeem)/syeda riz.jpg

পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদীপাড়ের মানুষর দুঃখ দুর্দশা লাঘবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার রেলসেতু এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, `তিস্তা কোনো দেশের একক নদী না। কেউ যদি মনে করে তিস্তা কারো একক নদী, তা হবে তাদের ভুল ধার না। কেউ যদি আমাদের বন্ধু হয় তাহলে বর্ষায় পানি ছাড়ার আগে কেন আমাদের জানায় না। এ অঞ্চলের ৪৫ কিলোমিটার নদীভাঙন এলাকা তার মধ্যে ২২ কিলোমিটার বেশি ভাঙনপ্রবণ। তাই আগামী মার্চের মধ্যে টেন্ডার আহ্বান করে নদীভাঙন রোধে কাজ শুরু করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি।'

তিনি আরও বলেন, `অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেক প্রত্যাশা। কিন্ত আমাদের কাছে তেমন অর্থ নেই। তবুও নদীর পাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ নিয়েছি।'

রংপুর জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকসহ অনেকে বক্তব্য দেন।

রংপুরের পাঁচ জেলার ১২ উপজেলার ৪৪ ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা। এ নদীর সাথে ২২টি নদী যুক্ত। সেই নদী সাধারণ মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। এ নদী শাসনের মাধ্যমে ১১৫ কিলোমিটার নদীর গতি- প্রকৃতি নিয়ন্ত্রণ, ভাঙন প্রতিরোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস, ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন, নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, খননকৃত মাটি ভরাট স্থানে অর্থনৈতিক অঞ্চল, পাওয়ার প্লান্ট ও স্যাটেলাইট টাউন সেচের মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নয়ন, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিতকরণ প্রকল্পের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি জানান তারা।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×