দুর্বৃত্তদের হামলায় আহত নগদের প্রশাসক


Feb 2025/Nagad.jpg

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে। এ ছাড়া হামলায় তাঁর গাড়িচালক গুরুতর আহত হন।

এর আগে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। তখন নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।’

জানা গেছে, অভিযান পরিচালনা করে দুদক চলে যাওয়ার পর মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা। মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রথম আলোকে জানান, তাঁকে আঘাত করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘নগদের প্রশাসকের ওপর হামলা হয়েছে। তাঁকে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় এটা মোকাবিলা করা হবে।’

গেল ৩ ফেব্রুয়ারি অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি (ই-মানি) তৈরির অভিযোগে নগদের সঙ্গে যুক্ত ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন (নম্বর ২)। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×