সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের


Feb 2025/USA Ban Flag.jpg

সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানে আশা, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না ওয়াশিংটন। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিচ্ছেন নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর। বিশ্লেষকেরা বলছেন, ‘আর্থিক সহায়তা বহাল রাখার বিষয়টি নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতির গুরুত্বের ওপর।’

ক্ষমতায় এসেই বিভিন্ন দেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সালে ১৮০ দেশের মধ্যে সহায়তাপ্রাপ্তদের শীর্ষে ছিল বাংলাদেশের নামও।

২৫ জানুয়ারি ট্রাম্পের এ নির্বাহী আদেশ জারির ঠিক ২২ দিনের মাথায়, দেশটির সরকারি দক্ষতা বিভাগ-ডিওজিই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক সহায়তা তহবিল বন্ধের। 
 
এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। ঢাকা মনে করে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে শুধু বাংলাদেশের সামাজিক উন্নয়ন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে।  

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মার্কিন সহায়তা আপাতত স্থগিত আছে। আমরা আশা করব যে, মার্কিন সরকার এটা পুনর্বিবেচনা করবে। যদি সেখানে কোনো অনিয়ম বা অন্য অভিযোগ থাকে সেটা নিষ্পত্তি করা এক বিষয়। আর পুরো সহায়তা বন্ধ করে দেওয়া আরেক বিষয়। মার্কিন সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আবেদন থাকবে যে, আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত যাতে তারা না নেয়।’ 

বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোস্তফা সারোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অন্য নীতিগুলো সামঞ্জস্য হচ্ছে কি না এটা মূল বিষয়। যদি সামঞ্জস্য না হয় তাহলে সহায়তা পুনর্বিবেচনা করা হবে না বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক।’

অনুদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যে দল ক্ষমতায় আসবে সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে- এটা স্বাভাবিক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে একক কোনো দেশের মুখাপেক্ষী না থেকে বিকল্প  খোঁজার পরামর্শ বিশ্লেষকদের।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদের বিকল্প উপায় খুঁজে বের করতে হবে যে কীভাবে আমরা টিকে থাকতে পারি।’ 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদের বলেন, ‘আমেরিকা দিতেই থাকবে আর আমি এভাবে চলব; আমার মনে হয় পৃথিবী সেদিকে যাচ্ছে না। ফান্ড বাড়াতে হলে সরকার আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে।’  

৫০ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগসহ বেশ কিছু খাতে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×