আত্মপ্রকাশ করলো জুলাই-শহীদ পরিবারের সদস্যদের সংগঠন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধীনের জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার। কিন্তু তারা শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছে না। হত্যার সঙ্গে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনও গ্রেফতার করা হয়নি।
এ সময় দ্রুত জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান জুলাই-শহীদ পরিবারের সদস্যরা।