বিএনপি নেতা নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত


15Feb Naeem/janaja-ama.jpg

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহে প্রথমে সংসদ সচিবালয়ে পক্ষে থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এরপর বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির পক্ষে থেকে শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জানাজা শেষে মরহুমের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে আগামী শুক্রবার বাদ জুমা জানাজা শেষে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার  সকালে ধানমণ্ডি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, মরহুমের দ্বিতীয় জানাজা বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×