ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেফতার


Jan 2025/Feb 2025/DEVIL.jpg

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আরও ৯৯৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় বলা হয়েছে।

এসব অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরাও জব্দ করা হয়।

এ নিয়ে ডেভিল হান্ট শুরুর পর থেকে গত ১৭ দিনে সারাদেশে ৯ হাজার ৮৯২ জনকে গ্রেফতার করা হলো। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×