কিশোর গ্যাং লিডার মাউরা সোহেল গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর আদাবর এলাকার ‘মাউরা গ্রুপ’ এর প্রধান ও কিশোর গ্যাং লিডার মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ও তার সহযোগী মো. আলাল হোসেন (১৯)’কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-২।
র্যাব জানায়, আদাবর থানা এলাকায় ৮/১০ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মো. সোহেল ওরফে মাউরা সোহেল ও মো. আলাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তারকালে আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি সামুরাই, ১টি ছুরি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাউরা সোহেল ‘মাউরা গ্রুপ’ এর প্রধান। তার সদস্য সংখ্যা ২০-২৫ জন। সে আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে এবং তার নেতৃত্বে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একাধিক মামলা রয়েছে।