জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩৪ এম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর পুরানাপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ঢাকা ডিভিশনের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালেহ উদ্দিন।
তিনি বলেন, ‘বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আসলেও কাজ করেছে ৯টি ইউনিট।’
‘জামান টাওয়ারে লাগা আগুনের তীব্রতা কম ছিল, তবে ধোয়া বেশি ছিল। আর ৪তলা থেকে ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।’
সালেহ উদ্দিন জানান, ঢাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত না। তদন্তের পর জানা যাবে।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫টা ৩৫ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারের আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে ১৪টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। পরে আগুন ১০ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভবনটি থেকে এখন পর্যন্ত আমরা দুইজনকে জীবিত উদ্ধার করেছি।’
ভবনে আর কোনো মানুষ আটকে আছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে রেখেছি। ভেতরে কেউ থাকলে তাকে নামিয়ে আনার ব্যবস্থা রয়েছে আমাদের। তাছাড়া কেউ নিখোঁজ আছেন এমন কোনো দাবিদার আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই।’