রাজধানীজুড়ে পুলিশের চেকপোস্ট টহল টিম, গ্রেফতার ২৮৯


15Feb Naeem/tahal team.jpg

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি পুলিশি চেকপোস্টসহ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল টিম দায়িত্ব পালন করেছে। তাদের সাঁড়াশি অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২৮৯ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৯ জন ডাকাত, ২৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয় জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৯ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৫ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি রামদা, চারটি চাকু, দুটি সামুরাই, একটি কাটিং প্লায়ার্স, দুইটি ছুরি, একটি শাবল, দুইটি রড, সাংবাদিকতার দুইটি ভুয়া আইডি কার্ড, দুটি মোটরসাইকেল, ২ কেজি ৯০০ গ্রাম তামার তার, ১৭টি চাবি, একটি সুইচ, তিনটি দড়ি, পাঁচটি মোবাইল ফোন, ১২টি বিদেশি নোট, একটি সোনার চেন, দুটি ওভেন, একটি ফ্রিজ, দুটি ব্লেনডার, দুটি সাব-মেশিন, একটি জুস সিল মেশিন, একটি সাউন্ড বক্স ও নগদ ৮ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়। তাছাড়া অভিযানে উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৩০২ পিস ইয়াবা, এক কেজি ১৪০ গ্রাম গাঁজা, দুই ক্যান বিয়ার ও দুই বোতল ফেনসিডিল।

তিনি জানান, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, এটিইউ ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×