গরম বাড়বে আরও, রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে


Feb 2025/Weather.jpg

পুরো দেশে দিনের গরম ক্রমশ বাড়ছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩৩ ডিগ্রির ঘরে ছিল। আবহাওয়া অফিস বলছে, ‘বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।’

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘আগামী কয়েক দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ রংপুরের সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×