শাজাহানপুরে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনির একটি বাসায় মো. রাব্বি হাসান শুভ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুভ শাজাহানপুরের সি/১ রেলওয়ে কলোনির মো. শহিদুল ইসলামের ছেলে।
নিহতের বন্ধু তানভীর আহমেদ বলেন, মাত্র নয় মাস আগে বিয়ে করেন শুভ। পারিবারিক কলহের জেরে আজ দুপুরের পর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পরে শুভ। পরে বিষয়টি পরিবারের সবাই জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। পরে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।