এনআইডি কমিশনে রাখতে বিভিন্ন দফতরে চিঠি দিল ইসি


March 2025/EC NID.jpg

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন।

রোববার (৯ মার্চ) বিকেলে এ সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 সরকারের কাছে পাঠানো চিঠিতে উলএলখ করা হয়, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। আবার ভোটার তালিকা প্রস্তাত ও নির্বাচন আয়োজনে নানা সমস্যার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে।
 
এদিকে, নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বোন করে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করবে কাল সোমবার (১০ মার্চ)। আগ্রহী রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।
 
সম্প্রতি এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার জন্য আলোচনা চলছে। এ উদ্যোগের বিরোধিতা করে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
 
এর আগে গত বৃহস্পতিবার (৬ মার্চ) এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার- এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ‘এনআইডি ইসিতেই রাখা হোক আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।’
 
সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে-এ কথা জানিয়ে সিইসি আরও বলেছিলেন, ‘সব কিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×