হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক হত্যাকাণ্ডে দম্পতি গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/bahar-1741707144.webp

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা উত্তর খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুধবার (১২ মার্চ) সংবাদ সম্মেলন করে জানানো হবে।

সোমবার (১০ মার্চ) সকালে রাজধানীর উত্তরার উত্তর খান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগরে বসবাস করতেন। তবে কিছুদিন আগে তিনি উত্তরার উত্তর খান থানা এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং সেই বাসায় একাই থাকতেন। প্রয়োজনীয় কাজের জন্য মাঝে মাঝে বাসায় আসতেন ও আবার চলে যেতেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×