এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ


March 2025/Police 2.jpg

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গতকাল সোমবার (১১ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এক রাতেই ওই হট লাইনে অভিযোগ করেছেন শতাধিক নারী।

বুধবার (১২ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক। সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×