তিন দিন কর্মস্থলে আসছেন না এডিসি রাশেদ, ফোন বন্ধ


Jan 2025/Feb 2025/rashed-1741795882.webp

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিন দিন ধরে নিজ কর্মস্থলে আসছেন না। তাঁর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছেন– তাঁর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানতে পারছে না। রাশেদুল জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে, মামলা থেকে বাঁচতে তিনি আত্মগোপনে গেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার এডিসি রাশেদুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, রোববার থেকে তিনি কর্মস্থলে আসছেন না। ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি হন এডিসি রাশেদও। গ্রেপ্তার এড়াতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন– এমনটাই শোনা যাচ্ছে।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বের হন এডিসি রাশেদ। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×