সিদ্ধান্ত পরিবর্তন না হলে ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচিতে যাবেন ইসির কর্মকর্তারা


March 2025/Operation Hault.jpg

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে অবস্থান করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আর সরকার এনআইডি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী বুধবার (১৯ মার্চ) ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচিতে যাবেন ইসি কর্মকর্তারা।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বেলা ১১টা থেকে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি শুরু করেন ইসির কর্মকর্তারা। ইসি সচিবালয় ও সারাদেশের অফিসের বাইরে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা এ মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

‎মানববন্ধন থেকে এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়; ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়; ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না; এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি-সহ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সঙ্গে রয়েছে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড।

মানববন্ধনে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারী একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন।

‎বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আগামী মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘণ্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে।’

ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলার সময়ে এনআইডি সেবা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×