সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারের এক দিন পরেই জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এজাজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫৯ পিএম, ১৩ মার্চ ২০২৫

শীর্ষ সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজকে রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে গত মঙ্গলবার (১১ মার্চ) গ্রেপ্তার করে সেনাবাহিনী।পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়।
শীর্ষ সন্ত্রাসী এজাজকে মোহাম্মদপুর থানা পুলিশ কোন হত্যা মামলায় না দেখিয়ে একটি অতি সাধারণ ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখায়। পরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করলে ডাকাতির পর্যাপ্ত প্রমাণ না থাকায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয়। জামিন পাবার পর থেকে সন্ত্রাসী এজাজের খোঁজ আর পাওয়া যায়নি।
এদিকে সেনাবাহিনী এজাজকে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে। তারপরেও কেন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো না তার কোন যৌক্তিক উত্তর দিতে পারেনি মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এজাজকে হত্যা মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ মোহাম্মদপুর থানা হস্তান্তর করা হয়। তারপরেও কেন তাকে জুলাই আগস্ট মাসের ছাত্র হত্যা মামলায় না দেখিয়ে ডাকাতি প্রস্তুতি মামলায় দেখালো এটি তাদের জানা নেই।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললে বিস্তারিত জানা যেতে পারে বলে মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান।