প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, এক্সবার্তায় যা জানালেন জাতিসংঘের মহাসচিব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১০ পিএম, ১৪ মার্চ ২০২৫

বাংলাদেশে দ্বিতীয় বারের সফরে বেশ ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের এবারের সফরে রোহিঙ্গা সংকট এবং অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশকে এগিয়ে নেয়াসহ নানা বিষয়ে আলোচনা হচ্ছে।
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দেয়া এক এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) এক বার্তায় তেমনটাই জানান মহাসচিব গুতেরেস।
এক্সবার্তায় বাংলাদেশে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানান গুতেরেস। এছাড়া বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।