মডেল মসজিদ দুর্নীতি : সাবেক প্রকল্প পরিচালক শফিকুল বরখাস্ত


March25 Naeem/model mosque.jpg

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের মামলায় দুদকের দাখিল করা চার্জশিট ২০২১ সালের ২৫ জানুয়ারি আদালত গ্রহণ করেছেন।

তাই মো. শফিকুল ইসলামকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ২০২১ সালের ২৫ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×