মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮


March25 Naeem/dfh-20250316135445.jpg

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৫ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জীবন বিশ্বাস (২১), জুবায়ের (২২), তুহিন (২০), শরীফ (২১), আহম্মেদ মোল্লা (২০), জিহাদ (২০), শামীম (৩৫) ও এমরান (২৭)।

মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে, দস্যুতার মামলায় তিনজন, মাদক মামলার আসামি দুইজন, পরোয়ানাভুক্ত আসামি একজন, অন্যান্য আসামি দুইজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×