মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


March25 Naeem/dmc-20241231170143-20250317150342.jpg

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার পাঁচ নম্বর অ্যাভিনিউয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হালিমা বেগমের মেয়ের জামাই সেলিম জানান, সকালের দিকে মিরপুর-১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউয়ের ৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসার সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় গলির ভেতর থেকে বের হওয়া একটি ট্রাক আমার শাশুড়িকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে দুইটার দিকে মারা যান তিনি।

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানিয়েছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×