শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন বিপ্লবী ছাত্র মৈত্রীর


Jan 2025/Feb 2025/484212472_970383025215753_1563055357438184664_n-1-f84631c58213638f637b14c2cc0514fd.jpg

সিরিয়া, ইয়েমেন, লেবানন ও গাজাতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিস্তিনে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করে সংগঠনটির ঢাকা মহানগর সংসদ। পরবর্তীতে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় তারা।

বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা মহানগরের সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমাম সাম্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা নগর কমিটির সদস্য শাহ সম্পূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ্, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য তানিয়াহ মাহমুদা তিন্নি এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

সমাবেশে জাবির আহমেদ জুবেল বলেন, “গত ১৮ মার্চ মার্কিন মদতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যে ন্যাক্করজনক হামলা চালায়— এ থেকেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভয়াবহতা লক্ষ্য করা যায়। এমন রক্তক্ষয়ী আগ্রাসন আমরা যুগের পর যুগ ধরে দেখে আসছি। মার্কিন সাম্রাজ্যবাদের ধ্বংসসাধন ছাড়া এই গণহত্যা বন্ধ হবে না।

"গণহত্যাকারী-দখলদার ইসরায়েলের সহযোগী সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট অবস্থান নিতে হবে। তার অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে অতিদ্রুত বাংলাদেশে মার্কিন অ্যাম্বেসির সামনের সড়ক ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের নেতা শহীদ ঘাসান কানাফানির নামে নামকরণ করতে হবে।"

এছাড়াও বক্তারা বলেন, ইন্টেরিম সরকার যদি সত্যিই জুলাইয়ের চেতনা ধারণ করে তাহলে অনতিবিলম্বে ইসরায়েলের সাথে সকল গোপন চুক্তি প্রকাশ ও বাতিল করতে হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×